অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের থেকে চিকিৎসা সহায়তা মুলক মাগুরা-২ নির্বাচনী এলাকার ৪৮ দরিদ্র অসহায় ব্যক্তির মাঝে শনিবার সকালে মাগুরা-২ আসনের সংসদ সদস্যের বাসভবনে অনুদানের চেক প্রদান করা হয়।
এ- উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন ড. শ্রী বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২, সাবেক , যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ-সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন সহ অন্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে অসহায়-দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা বাবদ ৪৮ জন-কে ২৩ লক্ষ্য ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।