বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৭:৫১ অপরাহ্ন

পিরোজপুর প্রিতিনিধি : পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে ইয়ারা ও গাঁজা সহ গ্রেপ্তার করেছে। সোমবার রাতে গেপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা ও পুত্রকে ১০ পিচ ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও নগদ টকা সহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার।

গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সাবেক পুলিশ সদস্য মো: ওবায়দুল কাইয়ুম সেখ (৪৫) মধ্যরাস্তা এলাকার মো: হাজী আলম সেখ এর পুত্র। অপর আসামী মো: শফিক সেখ (২৩) প্রধান অভিযুক্ত মো: ওবায়দুল কাইয়ুম সেখ এর পুত্র।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার জানান গেপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে ইয়ারা ও গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের বাসা থেকে ১০ পিচ ইয়াবা ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘ দিন যাবৎ তারা এলাকায় এই অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছে।

অভিযানে পিরোজপুর সদর উপজেলার ভারপ্রপ্ত ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট এস কে আদনান মাহমুদ সহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিলেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার আরো বলেন, উক্ত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আরো সম্পৃক্ত ব্যাক্তি থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host