রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন শৈলকুপায় সামাজিক বিরোধে বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ডুমুরিয়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ডেট লাইন ডুমুরিয়ার থুকড়া : মুক্তিযুদ্ধের গৌরব থেকে মাদকপুরী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন তুহিন হত্যার প্রতিবাদে বোয়ালমারী প্রেসক্লাবের মানববন্ধন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পরকীয়ার জেরে শরীরে পেট্রোল ঢেলে দগ্ধের ৫ দিন পর মারা গেলো অর্কিড

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়ার জেরে আহসানুল ইসলাম অর্কিড নামে এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালানো হয়। ঘটনার ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে অর্কিড।
সোমবার (১০ মার্চ) সকাল ১১ টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। অর্কিড কালীগঞ্জ উপজেলার কাঁঠাল বাগান এলাকার ওসমান গণির ছেলে।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত অর্কিডের চাচা আমিনুর রহমান। তিনি জানান, গত ৫ দিন ধরে অর্কিড ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল। সোমবার সকাল ১১ টার দিকে অর্কিড মারা গেছে। এখন মরদেহ বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে।
অর্কিডের বাবা ওসমান গনি বলেন, আমার একমাত্র ছেলে আর নেই। সাবেক এমপি আনারের ভাইপো রিংকু তার স্ত্রী তারিন ও ফয়সাল আমার ছেলেকে শেষ করে দিয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
স্বজনদের কাছ থেকে জানা গেছে, গত দেড়মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন অর্কিড নামের ওই যুবক। এরপর থেকে অর্কিড ও তারিন পলাতক ছিল। অর্কিড বিবাহিত ও দুই সন্তানের জনক বলে জানা গেছে। গত বুধবার (৫ মার্চ) সকাল ৭ টার দিকে যশোর পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মীমাংসার কথা বলে অর্কিডকে যশোরে ডাকেন তারিন। এ সময় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাবেক এমপি আনারের ভাইপো মনিরুজ্জামান রিংকু, তারিন খাতুন ও ফয়সাল নামে এই তিনজন শরীরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা অর্কিডের পরিবারের স্বজনদের খবর দিলে তারা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। ভয়ে যশোরের কোন হাসপাতালে চিকিৎসা না করিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে রেফার করা হয়।
এক ভিডিওতে আহত অর্কিড জানায়, তার শরীরে, তারিন ও ফয়সাল পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।
গত বুধবার অর্কিডের মা অভিযোগ করে বলেন, তার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসার সময় জোরপূর্বক ভিডিও করে নেয় রিংকু ও তারিন। নাহলে তার সন্তানকে নিয়ে আসতে দিচ্ছিল না। বর্তমানে তিনি ঢাকায় আছেন। অপরদিকে অর্কিড দগ্ধ অবস্থায় জানান রিংকু ভাই এ ঘটনায় জড়িত না। ফয়সাল তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host