স্বদেশ কুমার মন্ডল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় সম্ভুপুর বাদগাম গ্রামের কমরুদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা ছোলাইমান আলী (৮৬) বার্ধ্যকজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার তার নিজ গ্রামের বাড়ি সম্ভুপুর বাদগামে বাদজোহর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা সরকারী কমিশনার (ভূমি) আজিজুল কবিরের নেতৃত্বে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন, এসআই সাইফুল ইসলাম সহ পুলিশের একটি বিশেষ দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমন, সুকুমার কুমার দাস, আব্দুল মজিদ সহ এলাকারবাসী, সুধীজন প্রমুখ।
পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন।