শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি ও বর্ষাপ্লাবিত ধান ক্ষেত/ প্লাবনভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ এর সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা মৎস্য অফিসার আবু সাঈদ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা কৃষি অফিসার সহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দিন আহমেদ, আলহাজ্ব আবুল কালাম আজাদ, সমাজ সেবা অফিসার ভারপ্রাপ্ত অফিসার সহিদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার সমন্বয়ক আমিনুল হক, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা, মৎস্য চাষি, মৎস্য জীবি, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমুখ ।