অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের দুইদিন পর আনুষ্ঠানিকভাবে জেনারেল আবদুরাহমানে চিয়ানি নাইজারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা
রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশনে ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে বলা হয়, ‘জেনারেল চিয়ানিকে ন্যাশনাল কাউন্সিল ফর সেফগার্ড অব দ্য হোমল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।’
৬২ বছর বয়সী জেনারেল চিয়ানিকে ২০১৫ সালে প্রেসিডেন্সিয়াল গার্ডের দায়িত্ব দেয়া হয়। তিনি নাইজারের পূর্বাঞ্চল ইলাবেরির বাসিন্দা। ওই অঞ্চল থেকেই সেনাবাহিনীর বেশিরভাগ সদস্য নিয়োগ পেয়ে থাকেন।
জেনারেল চিয়ানি সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসুফুর ঘনিষ্ঠ লোক ছিলেন। মোহাম্মাদু ইসুফু ২০২১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। গত বুধবার (২৬ জুলাই) প্রেসিডেন্ট গার্ডের সৈন্যরা নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে আটক করে। এরপর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে উৎখাতের ঘোষণা দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরবর্তীতে সেনাবাহিনীও এ অভ্যুত্থানে সমর্থন জানায়।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সেনাবাহিনী প্রধানের সই করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ও তার পরিবারের ‘শারীরিক অখণ্ডতা রক্ষা করা’ এবং ‘একটি মারাত্মক সংঘর্ষ এড়ানোর প্রয়োজন ছিল যা রক্তপাতের সৃষ্টি করতে পারে এবং জনগণের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে’।