এন এস বি ডেস্ক:জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে ধারণ করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল। যার সম্ভাব্য নাম হতে পারে ‘জাতীয় নাগরিক পার্টি’ কিংবা ‘গণতান্ত্রিক নাগরিক পার্টি’। জাতীয় নাগরিক কমিটির সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে এ রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। তার জন্য মেট্রোপলিটন পুলিশকেও জানানো হয়েছে। সূত্রে আরও জানা গেছে, রাজনৈতিক দলটির নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। এদের মধ্যে দলের আহ্বায়ক হতে পারেন নহিদ ইসলাম আর সদস্য সচিব হতে পারেন আখতার হোসেন। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হতে পারেন হাসনাত আব্দুল্লাহ আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেতে চলেছেন নাসির উদ্দিন পাটোয়ারী আর যুগ্ম সমন্বয়ক করা হচ্ছে হান্নান মাসউদকে। এছাড়া নতুন দলের দফতর সম্পাদক করা হচ্ছে সালেহ উদ্দিন সিফাতকে। এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশ করবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবার, দেশি-বিদেশি কূটনৈতিক, প্রবাসী বাংলাদেশি, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সবাই উপস্থিত থাকবেন। এদিকে, এই দলের দায়িত্ব নিতেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।