ধ্রুবতারা
– খোন্দকার হাফিজ ফারুক
আমার ভালবাসা নয় কেন্দ্রীভূত আমাতে
ভালবাসা নয় শুধু তোমার জন্য সংরক্ষিত।
আমি ভালবাসি প্রকৃতি, গাছ, পাখি
ভালবাসি পাহাড় জঙ্গল নদী ও সমুদ্র।
অগনিত মানুষকে ভালবাসি আমি
যদি তারা মানুষ হয়।
আমারা ভালবাসা তাদের জন্য নয়;
যারা মানুষের হৃদয়টাকে ছিড়ে ছিড়ে খায় হায়েনার মতো নির্মম নিষ্ঠুরতায়।
প্রকৃতিকে দেখি আমি শ্যামল রঙ রমনীর সৌন্দর্যের আবরণে,
ছুটে চলি দিক থেকে দিগন্তের পানে,
খুঁজে ফিরি ভালবাসার মানুষগুলো।
ধ্রুবতারাটি যেমন জানান দেয়
লক্ষ তারার মাঝে আমিও আছি
তেমনি তুমিও আছো
আমার হৃদয় আকাশে ধ্রুবতারা হয়ে।