শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

দেশে ৯১ শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত

Reporter Name
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৯:০০ অপরাহ্ন

ধারণা করা হয় বিশে^ প্রতি ছয়জনে একজন কোন না কোনভাবে মানসিক রোগে আক্রান্ত। এ হিসেবে বাংলাদেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় তিন কোটি। বিশাল অংকের এই মানসিক রোগীদের মধ্যে ৯১ শতাংশ প্রাপ্তবয়ষ্ক মানসিক রোগী এবং ৯৪.৩ শতাংশ শিশু মানসিক রোগী চিকিৎসাসেবার বাইরে থেকে যাচ্ছে।

মানসিক রোগের কারণ হিসেবে নগর জীবনের ব্যস্ততা, আর্থ-সামাজিক অবস্থা, হতাশা-অপ্রাপ্তি, অনলাইনে অতিরিক্ত সময় কাটানো, খেলাধুলা-সাংস্কৃতিক চর্চার ঘাটতিকে দায়ী করা হয়।

মানসিক রোগ থেকে মুক্তি পেতে গৃহ এবং কর্মস্থলে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যময় সম্পর্ক গড়ে তোলা বা বন্ধুত্বপূর্ণ আচরণ এবং পরিবারে সদস্যদের পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন।

বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় উপস্থিত বক্তারা এসব তথ্য তুলে ধরেন। খুলনা সিভিল সার্জনের কার্যালয় আজ (বধবার) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই আলোচনাসভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ। খুলনার সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাম্মী আখতার ও খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম রাজু বক্তৃতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host