বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

দেশি-বিদেশি জাহাজে চাকুরির প্রশিক্ষন পেলো বরিশাল ও মাদারীপুরের ৭০ জন তরুণ

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৯:০১ অপরাহ্ন

সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি:  দেশি-বিদেশি জাহাজে কর্মসংস্থানের লক্ষ্যে নাবিকের প্রশিক্ষণ ও সনদ পেলো বরিশাল ও মাদারীপুরের ৭০ জন তরুণ।  ( ১৯ ডিসেম্বর)বৃহস্পতিবার দিনব্যাপী  মাদারীপুর সদর উপজেলার নয়াচর এলাকায় অবস্থিত শিপ পার্সোনেল ট্রের্নিং ইনস্টিটিউট (এসপিটিআই)-এর কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্তানদের দক্ষ নাবিক গড়ে তোলায় খুশি অভিভাবকরা। দেশের জন্য যে কোন ত্যাগ স্বীকার করার কথা জানান তরুণরা।
বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রনালয়ের অধীনে বিনা খরচে এক বছরের নাবিকের কোর্সে বিভিন্ন জেলার শিক্ষার্থীদের ভর্তি, প্রশিক্ষণ, আবাসিক স্থান ও খাবারের ব্যবস্থা থাকায় ভর্তির আগ্রহ বাড়ছে বলে জানায় প্রতিষ্ঠান প্রধানরা। অনুষ্ঠানে দুই জেলার প্রশিক্ষণ নেয়া তরুণ, তাদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিআইডব্লিটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রশিক্ষণ নেয়া তরুণরা দেশি-বিদেশি জাহাজে চাকুরীর সুযোগ পাবে। প্রশিক্ষণ নেয়ার ফলে একদিকে দেশের নৌদুর্ঘটনা কমে আসছে। অন্যদিকে বিদেশি জাহাজে নাবিকরা দায়িত্ব পালন করে দেশের রেমিট্যান্স খাতে অবদান রাখছে। এখন পর্যন্ত মাদারীপুর থেকে ৮৪২১ জন ও বরিশাল থেকে ৫৬৪১ আধুনিক প্রশিক্ষন নিয়ে দেশি-বিদেশি জাহাজে চাকুরি করছে। আন্তর্জাতিক মানের নাবিক তৈরীর লক্ষ্যে কাজ করছে নৌপরিবহন মন্ত্রনালয়। এমন দক্ষ নাবিক তৈরী করা হলে দেশের সুনাম বিদেশের মাটিতে দ্রুত ছড়িয়ে পড়বে।
এ সময় বিআইডব্লিউটিএ’র সদস্য (অর্থ) ক্যাপ্টেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মাদারীপুরের শিপ পার্সোনেল ট্রের্নিং ইনস্টিটিউট (এসপিটিআই)-এর অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ মহিউদ্দিন, বরিশালের ডেক পার্সোনেল ট্রের্নিং ইনস্টিটিউট (ডিপিটিআই)-এর অধ্যক্ষ ক্যাপ্টেন জিএএম আলী রেজাসহ অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host