বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালক হত্যার অভিযোগ

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
Update : সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৫:৫৫ অপরাহ্ন

সুজন হোসেন রিফাত রাজৈর প্রতিনিধি মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্বস্বরমঙ্গল গ্রামে আপন  দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। এমনই এক অভিযোগ করেছে নিহতের আপন বোন। এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ঘটনা রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহত রিপনের মা মর্জিনা বেগম। ওই মামলায় রাজ্জাক ফকিরকে প্রধান আসামী করে আরোও ছয়জনকে আসামী করা হয়েছে। মামলার চার নম্বর আসামী রাজ্জাকের মা রোমা বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,  জেলার রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গলের টিন ব্যাবসায়ী রাজ্জাক ফকিরকের সাথে পার্শবর্তী পশ্চিম রাজৈর গ্রামের আব্দুর রহমান শেখ এর ছোট মেয়ে রিপা আক্তারের বিয়ে হয় প্রায় এক যুগ আগে।

ঘটনার দিন (৯ জুলাই)  রবিবার বিকেল তিনটার দিকে রাজ্জাক ফকিরের বাসায় স্ত্রী  রিপাকে নেশাগ্রস্ত অবস্থায় মারধর করে স্বামী রাজ্জাক,  এমন সময় শ্যালক রিপন শেখ ওই বাড়িতে চলে আসে, বোনকে মারধর দেখে  প্রতিবাদ করে রিপন, এময় সময় রাজ্জাকসহ আরোও কয়েকজন রিপনকে এলোপাতাড়ি পিটাতে থাকে, পরে স্থানীয়রা রিপনকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।  নিহত রিপন পশ্চিম রাজৈর গ্রামের আব্দুর রব শেখ এর ছোট ছেলে ও পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন। নিহতের মরদেহ মাদারীপুরে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে পোস্টমর্টেম করার জন্য।
এঘটনায় রাজৈর পৌর এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি  সৃষ্টি হয়েছে, নিহতের পরিবার ও এলাকাবাসী এঘটনার বিচার দাবী করছেন।
এ বিষয়ে মাদারীপুর জেলা পুলিশের শিবচর সার্কেল  এএসপি  আনিসুর রহমান বলেন, এ হত্যাকান্ডের মূল রহস্য আমরা উদঘাটন করবো ও পরিবারের পক্ষ থেকে যাকে ( রাজ্জাক)  অভিযুক্তকে আইনের আওতায় আনতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host