সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহের বিশিষ্ট সাংবাদিক আমিনুর রহমান টুকু আর নেই হরিণাকুণ্ডুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যু বার্ষিকী পালিত তিন মাসের নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবনের দুয়ার বাংলার জয়গান মহীতোষ গায়েন কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পার্টির নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা বান্দরবানে গরিব দুঃস্থ রোগীদের চিকিৎসা ও আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমানের দায়িত্ব গ্রহণ জুয়ার ফাঁদে আটকে ডুমুরিয়ায় প্রধান শিক্ষকের আত্মহত্যা মেরুন পোশাকধারী হামলাকারীর পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান নুরের উপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা না, এটি সুগভীর ষড়যন্ত্র -ঝিনাইদহে এ্যাটর্নী জেনারেল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবনের দুয়ার

এস এম এ রউফ কয়রা (খুলনা) প্রতিনিধি
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 132.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

এস এম এ রউফ কয়রা (খুলনা) প্রতিনিধি : দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের দুয়ার খুলছে জেলে, বাওয়ালি ও পর্যটকদের জন্য। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ এবং সব ধরনের পর্যটন কার্যক্রমের অনুমতি দেওয়া হবে। বন বিভাগের এই সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজারো জেলে পরিবারের মাঝে, যারা নিষেধাজ্ঞার কারণে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিলেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের জীববৈচিত্র্য, বিশেষ করে মাছ ও বন্যপ্রাণীর প্রজনন নির্বিঘ্ন করতে প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০১৯ সাল থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, এই সময়ে সব ধরনের মাছ ধরা, কাঁকড়া আহরণ এবং পর্যটকদের জন্য ভ্রমণ বন্ধ থাকে।
জীববৈচিত্র্যের সুরক্ষায় নিষেধাজ্ঞা
ম্যানগ্রোভ বন সুন্দরবনের মোট আয়তনের ৩১.১৫ শতাংশ অর্থাৎ ১৮৭৪.১ বর্গকিলোমিটার জলভাগ। এই বিশাল জলভাগে প্রায় ২১৯ প্রজাতির জলজ প্রাণী বাস করে। এছাড়া, সুন্দরবনে রয়েছে ২৮৯ প্রজাতির স্থলজ প্রাণী, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ এবং ৮ প্রজাতির উভচর প্রাণী। বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রজনন মৌসুমে মাছ ও প্রাণীর অবাধ বিচরণের জন্য এই নিষেধাজ্ঞা অত্যন্ত জরুরি।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাসানুর রহমান জানান, “তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে জেলে ও পর্যটকদের জন্য পারমিট (পাস) ইস্যু করা শুরু হবে। এরই মধ্যে সব স্টেশনে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। তবে পূর্ব ঘোষিত অভয়ারণ্য এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা আগের মতোই বহাল থাকবে।”
দুর্দিন শেষে নতুন দিনের আশা


সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে ও মৎস্যজীবীরা দীর্ঘ তিন মাস ধরে বেকার জীবন যাপন করছিলেন। কয়রার মৎস্য ব্যবসায়ী শেখ নুরুল হুদা বলেন, “এলাকায় বিকল্প কর্মসংস্থান না থাকায় অনেক জেলে পরিবারকে এই সময়ে খেয়ে না খেয়ে থাকতে হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন তারা বন বিভাগের অনুমতি নিয়ে দ্রুত বনের ভেতরে প্রবেশ করতে পারবেন।” তিনি আরও বলেন, “জেলেরা সরকারের কাছে নিষেধাজ্ঞার সময়সীমা তিন মাস থেকে কমিয়ে দুই মাস করার দাবি জানিয়েছেন।”
কয়রার জেলে আলতাফ হোসেন বলেন, “নিষেধাজ্ঞার সময়টা আমাদের খুব কষ্টে কেটেছে। পরিবার চালাতে ধারদেনা করতে হয়েছে। এখন আবার মাছ ধরে সংসার চালাতে পারবো, এতে আমাদের কষ্ট কিছুটা লাঘব হবে।” তিনি জানান, প্রতি বছর কাঁকড়ার প্রজনন মৌসুম এবং মাছ ও অন্যান্য প্রাণীর প্রজনন মৌসুম মিলিয়ে সুন্দরবন প্রায় পাঁচ মাস বন্ধ থাকে। এই দীর্ঘ সময় জেলেদের জীবনধারণ কঠিন করে তোলে।
আরেক বনজীবী রফিকুল ইসলাম বলেন, “বন্ধের দিনগুলোতে ছেলেমেয়ে ও পরিবার নিয়ে খুব কষ্টে দিন পার করতে হয়েছে। এলাকায় তেমন কোনো কাজ না থাকায় দিনমজুরি করে যা পাওয়া যায়, তা দিয়ে সংসার চালানো কঠিন। সরকারি সহায়তা যা দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তাই আমরা চাই, সরকার নিষিদ্ধ সময়ে সহায়তার পরিমাণ বাড়াক।”
সুন্দরবনের প্রায় ১২ হাজার নৌকার বিএলসি (বোট লাইসেন্স সার্টিফিকেট) আছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, কেবল খুলনা রেঞ্জের অধীনেই ২,৯০০ নৌকার প্রবেশ অনুমতি রয়েছে। দীর্ঘ ৯২ দিনের অপেক্ষার পর এই সকল জেলেরা এখন নতুন করে সুন্দরবনে প্রবেশ করে নিজেদের জীবিকা নির্বাহের সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host