খুলনা প্রতিনিধি।। ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় ডুমুরিয়া সদরে মনোয়ারা মার্কেটস্থ অস্হায়ী কার্যালয়ে আয়োজিত সভা সমিতির সভাপতি কাজী আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়লের সঞ্চালনায় আলোচনা করেন সমিতির নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, অরুন দেবনাথ, সুব্রত কুমার ফৌজদার, এস রফিকুল ইসলাম, মাহাবুব রহমান, শেখ আব্দুস সালাম, সেলিম আবেদ, জি এম ফিরোজ, গাজী মাসুম, গাজী নাসিম প্রমূখ। সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য ভর্তি, বৃক্ষ রোপন কর্মসূচীসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জি এম ফিরোজকে সাংগঠনিক সম্পাদক ও গাজী নাসিম কে নির্বাহী সদস্য হিসেবে শূন্যপদে স্থলাভিষিক্ত করা হয়।
সভা শেষে দুপুরে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়।