খুলনা প্রতিনিধি।।প্রাকৃতিক পরিবেশে আন্দুলিয়া গ্রামে ইসমাইল আকুঞ্জীর দৃষ্টিনন্দন পুকুর পাড়ে চলছে ৬ দিন ব্যাপী ইংলিশ অলিম্পিয়াড। শিক্ষা ও সেবামূলক প্রতিণ্ঠান সোনামুখ পরিবারের আয়োজনে ১০ -১৫ ডিসেম্বর পর্যন্ত চলছে এ প্রশিক্ষণ। ডুমুরিয়ার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের বাছাইকৃত ২০০ শিক্ষার্থী নিয়ে এ আয়োজনের উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী ইশারা বিনতে ইসলাম। প্রশিক্ষক হিসেবে রয়েছেন সৌমেন মÐল। ইংরেজী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষা দেন অধ্যাপক শাহ আলম ও মিসেস তাসলিমা বেগম। আজ শনিবার (১৪ ডিসেম্বর) ৫ম দিনে অলিম্পিয়াড কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা। সোনামুখ পরিবার প্রতিষ্ঠাতা ও সাবেক পুলিশ কর্মকর্তা এ এম কামরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল কাইউম জমাদ্দার, এস এম জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন আকুঞ্জী, অধ্যাপক জিএম আমান উল্লাহ, এস এম নূরুল ইসলাম, ইনস্পেক্টর শাহাজান আলী প্রমূখ। সোনামুখ পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে একটি করে চাঁদর ও খাতা উপহার দেয়া হয়। –মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী