খুলনা প্রতিনিধি॥ খুলনা জেলার ডুমুরিয়ায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ভরাট খাল খনন ও েেজায়ার ভাটা বাস্তবায়নের দাবিতে উত্তরণ ও পানি কমিটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া উপজেলা পানি কমিটির সভাপতি ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়াররম্যান গাজী আব্দুল হালিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন; সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, বিশিষ্ট পানি গবেষক অধ্যাপক হাসেম আলী ফকির, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক শেখ সেলিম আক্তার স্বপন, অধ্যাপক জি এম আমান উল্লাহ, উপজেলা পানি কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, পানি কমিটির সদস্য সাংবাদিক শেখ মাহতাব হোসেন, উত্তরণ প্রতিনিধি দিলিপ কুমার সানা, মীর জিল্লুর রহমান, শেখ মোশাররফ হোসেন, আব্দুল আজিজ আকুঞ্জী, ইউপি সদস্যা আরজিনা বেগম।
বক্তারা বলেন, স্থায়ী জলাবদ্ধতার কারণে এলাকা ত্যাগ করে বসবাস ও কাজের সন্ধানে অন্যত্র চলে গেছে। দিন দিন এ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। জলাবদ্ধতা নিরসনে নদীতে পলি অবক্ষেপণ বন্ধ করতে বিলের মধ্যে জোয়াার-ভাটা চালু করা এবং পোল্ডারের মধ্যে আবদ্ধ নদীগুলো মুক্ত করতে হবে।