মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, খুলনা ॥
পীচ খোয়া উঠে ও টানা বর্ষণে তলিয়ে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ডুমুরিয়ার গফ্ফার সড়কসহ কয়েকটি রাস্তা। চরম দুর্ভোগের কবলে গাড়ি চালক, মাদরাসার শিক্ষার্থীরা ও সাধারণ জনগণ। জনদুর্ভোগ কাটাতে অবশেষে ইজিবাইক চালকেরা স্বেচ্ছায় পানির তলে গফ্ফার সড়কটির সংস্কার কাজ করে। আজ রোববার সাজিয়াড়া মাদরাসা সড়কসহ কয়েকটি স্থানে সংস্কার কাজ করা হয়েছে। সাজিয়াড়া মাদরাসার ছাত্ররা এ কাজে সহযোগিতা করেন।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকড়া- সাজিয়াড়া গফ্ফার সড়কটি জনগুরুত্বপূর্ণ। ডুমুরিয়া সদরের সাথে উত্তর ডুমুরিয়ার সেতুবন্ধন। ইতোমধ্যে সড়কটির পীচ খোয়া উঠে খানা খন্দে পরিণত হয়। তারপর সম্প্রতি টানা ২ মাস অতিবর্ষণে সড়কটি পানিতে তলিয়ে যায়। ফলে দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইজিবাইক মোটর চালিত ভ্যানসহ সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় দুর্দিনে পড়া চালকরা ডুমুরিয়ার বিশিষ্ঠ সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ শাহজাহান জমাদ্দারের স্বরণাপন্ন হলে তিনি পানিতে ডুবে যাওয়া সড়কটি সংস্কারের আশ্বাষ দেন। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি মঙ্গলবার থেকে কাজ শুরু করেন। আজ রোববার সকালে সাজিয়াড়া মাদরাসা সড়কসহ কযেকটি স্থানে সংস্কার কাজ করা হয়েছে। সংস্কার কাজের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোল্যা মোশারফ হোসেন মফিজ।
বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ শাহজাহান জমাদ্দার বলেন; মঙ্গলবার থেকে ব্যক্তিগত অর্থায়নে ২ গাড়ি ইট ও ইজিবাইক চালকদের সাথে নিয়ে সংস্কার কাজ শুরু করেছি। আশাকরি সাধ্যানুযায়ী কাজ করে চলাচলের উপযোগী করে তুলবো। আজ রোববার সাজিয়াড়া মাদরাসা সড়কসহ কয়েকটি স্থানে সংস্কার কাজ করেছি। প্রয়োজনে আরও সহযোগীতার জন্য উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলবো।