ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা।। ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি ডুমুরিয়া শাখার সভাপতি আলহাজ আব্দুল কাইউম জমাদ্দারের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন; সদর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির বুলু, মোঃ শহিদুল ইসলাম, শাহাজান জমাদ্দার, মইদুল ইসলাম খান, আবু বকর মোল্যা প্রমুখ।