খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয় ষাটার্ধ এক বদ্ধ মহিলা নিহত হয়ছ। বুধবার সকাল সাড় ৯ টার দিক খুলনা-সাতক্ষীরা মহাসড়কর আঠারামাইল সঞ্চুরি ফিলিং স্টশনর সামন এ দূর্ঘটনা ঘট।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, সাতক্ষীরা জলার তালা উপজলার শিরাশুনি গ্রামর মত আকছত আলী শখর স্ত্রী রাকয়া বগম (৬২) উপজলার বতাগ্রামর ময়র বাড়ি থক ভ্যান যাগ নিজ বাড়িত ফিরছিলন।এসময় ভ্যানটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কর আঠারামাইল সঞ্চুরি ফিলিং স্টশনর সামন পঁছুল বিপরীত দিক থক আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানটিক চাপা দয়। এঘটনায় মহিলা বাসর চাকায় পিষ্ট হয় বাম পা হাটু থক আলাদা হয় যায় ও মাথায় আঘাত লগ প্রচন্ড রক্তক্ষরণ হয় ঘটনা¯লই মারা যায়। এ ব্যাপার খর্ণিয়া হাইওয় থানার পুলিশর ওসি) মাঃ শওকত হাসন জানায়,নিহত মহিলাক ডুমুরিয়া উপজলা স্বা¯্য কমপ্লক্স নিয় যাওয়া হয়ছ এবং বাসটিক আটক করা হয়েছে।