খুলনা ব্যুরো। ডুমুরিয়া উপজেলার চুকনগরে অপহরণের ১০দিনের মাথায় ইসমাইল হোসেন সরদার (১৫) নামে এক ইঞ্জিন ভ্যান চালকের মাথার খুলি, হাড়গোড় ও পায়ের অংশ উদ্ধার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। রোববার রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার চুকনগর গ্রামের পালপাড়া এলাকায় তার লাশের সন্ধ্যান পাওয়া যায়। সে ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের রেজাউল সরদারের ছেলে।
জানা যায়, স্বামী স্ত্রী চুকনগর বাজারে একটি মিলের চাতালে কাজ করার পাশাপাশি সংসারের স্বচ্ছতা ফেরাতে অনেক কষ্টে ১৫বছরের ইসমাইলকে একটি ভ্যান কিনে দেয়। গত ১আগষ্ট তার ইঞ্জিন ভ্যানটি ভাড়া করে সাতক্ষীরায় নিয়ে যায় নরনিয়া গ্রামের আজব আলীর ছেলে শাহিনুর রহমান (বর্তমান চুকনগর আবাসন প্রকল্পে বসবাস করে) । এরপর ভ্যানসহ সে আর ফিরে আসেনি। এঘটনায় ইসমাইলের বড় ভাই ইব্রাহিম হোসেন ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
রোববার রাত আনুমানিক ৯ টার দিকে চুকনগর পালপাড়া এলাকায় একটি লাশের মাথার খুলি, হাড়গোড়, পায়ের অংশ দেখে নরনিয়া গ্রামের মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি ইসমাইলের পিতা রেজাউল সরদারকে ফোন করে। ইসমাইলের পিতা ঘটনাস্থলে গিয়ে তার লুঙ্গি, শার্ট ও মোবাইল দেখে লাশ বলে শনাক্ত করে। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে এটি ইসমাইলের লাশ হিসেবে ধারণা করে। ডুমুরিয়া থানার ওসি মোঃ মাসুদ রানা বলেন, সিআইডি, পিবিআই সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা আসার পরে আরও খতিয়ে দেখা হবে। প্রয়োজনে ডিএনএ টেস্ট করে তার পরিচয় নিশ্চিত করা হবে। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।