বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ডিবিকে মিয়ান আরাফির চাঞ্চল্যকর তথ্য

এন এস বি ডেস্ক:
Update : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৪:৪৪ অপরাহ্ন

এনএসবি ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফিকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি।মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে হঠাৎ করেই কাশিমপুর কারাগারে যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশিদের নেতৃত্বে চার সদস্যের একটি দল।জিজ্ঞাসাবাদ শেষে হারুন অর রশিদ জানান, ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, নির্মমভাবে পিটিয়ে পুলিশ সদস্যকে হত্যা, সাংবাদিকদের ওপর হামলা এবং বাইডেনের উপদেষ্টা পরিচয়ে সংবাদ সম্মেলন এই সব কিছুরই আন্তঃসংযোগ রয়েছে।তিনি জানান, সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দীর থেকে নম্বর সংগ্রহ করে ২৮ তারিখ সংবাদ সম্মেলনের আগে বিভিন্ন দিন, বিভিন্ন সময় মিয়ান আরাফি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, শিমুল বিশ্বাস, আব্দুল আউয়াল মিন্টুসহ একাধিক বিএনপি নেতার সাথে কথা বলেছেন। আরাফির যাতায়াত ছিল আব্দুল আউয়াল মিন্টুর বাসভবনেও।ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান জানান, বাইডেনের কথিত উপদেষ্টা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন হাসান সারওয়ার্দী তাকে এসব কাজে প্ররোচিত করেছেন। তাকে এমন আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে তিনি নিজেও ভালো অবস্থানে যাবেন এবং মিয়ান আরাফিকেও লাভবান করবেন।এ কাজটি যে তার করা ঠিক হয়নি তিনি এখন তা বুঝতে পারছেন। তিনি তার ভুল স্বীকার করেছেন বলেও জানান হারুন।তিনি বলেন, হাসান সারওয়ার্দীকে জিজ্ঞাসাবাদে কিছু বিষয় পরিষ্কার হতে পারছিলেন না তারা। সে বিষয়গুলো পরিষ্কার হতেই কাশিমপুর কারাগারে এসে জিজ্ঞাসাবাদ করেছেন তারা।গোয়েন্দা প্রধান হারুন জানান, জিজ্ঞাসাবাদে মিয়ান আরাফি স্বীকার করেছেন তার সাথে কখনোই বাইডেনের সাক্ষাৎ হয়নি। তবে ২০২১ সালে করোনার সময় মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের সাথে একটি জুম মিটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। মিয়ান আরাফি বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। তবে একই মামলায় গ্রেফতার হওয়া লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। মামলার আরেক আসামি বিএনপি নেতা ইশরাক হোসেন এখনও পলাতক আছেন। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের কর্মসূচির দিন আগুন ভাঙচুর আর নাশকতায় রণক্ষেত্র হয় কাকরাইল, বিজয়নগরের নাইটেঙ্গল মোড়, ফকিরাপুল ও আরামবাগ এলাকা। বিএনপি কর্মীদের তাণ্ডবে তড়িঘড়ি হরতাল ঘোষণা করে সমাবেশ শেষ করে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগেই কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগই নয়াপল্টন এলাকা ত্যাগ করেন। সেদিন সন্ধ্যায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মিয়ান আরাফি নামের এই রহস্যপুরুষ। সঙ্গে কয়েকজন সহচর। সোজা ঢুকে যান নয়াপল্টন কার্যালয়ের ভেতর। তাকে অভর্থ্যনা জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ইশরাক হোসেনসহ কয়েকজন। রহস্যমানব নিজের পরিচয় দেন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা বলে। পরিচয় পাওয়া যায় তার সঙ্গীদেরও। তাদের একজন বিতর্কিত সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী। কে এই আরাফি? অনুসন্ধান শুরু করে গণমাধ্যমগুলো। কোথাও মেলে না হদিস। কারও কাছে কোনো তথ্য নেই বাইডেনের কথিত উপদেষ্টার। এক পর্যায়ে ঢাকার মার্কিন দূতাবাস জানায়, আরাফি নামে জো বাইডেনের কোনো উপদেষ্টা নেই। তিনি দূতাবাসের প্রতিনিধি নন। এমনকি দূতাবাস তাকে চেনেও না।মার্কিন বিবৃতির অল্প পরেই বিএনপিও বলে আরাফির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। অথচ তাদের প্রধান কার্যালয়ে বসে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দিব্যি কথা বলে গেছেন তিনি।সেদিন সন্ধ্যায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মিয়ান আরাফি নামের এই রহস্যপুরুষ। সঙ্গে কয়েকজন সহচর। সোজা ঢুকে যান নয়াপল্টন কার্যালয়ের ভেতর। তাকে অভর্থ্যনা জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ইশরাক হোসেনসহ কয়েকজন। রহস্যমানব নিজের পরিচয় দেন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা বলে। পরিচয় পাওয়া যায় তার সঙ্গীদেরও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host