গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেন ট্রাম্প। সেইদিনেই শতাধিক নির্বাহী আদেশে সই করে একপ্রকার ঝড় তুলেন তিনি।
রয়টার্স বলছে, ২০ জানুয়ারি এমন একটি একটি নির্বাহী আদেশ জারি করে যেকোনো বিদেশি নাগরিকের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সুরক্ষা যাচাই আরো কঠোর করার নির্দেশ দেন ট্রাম্প।
ওই আদেশে ঝুঁকি বিবেচনায় কোন কোন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আংশিক বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া যায় তা ১২ মার্চের মধ্যে তার তালিকা দিতে মন্ত্রিসভার একাধিক সদস্যকে বলা হয়েছে।
তিনটি সূত্র এবং আরও একটি সূত্র জানিয়েছে, আফগানিস্তানের নাগরিকরা সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় পড়তে যাচ্ছেন। এ ছাড়া তিনটি সূত্র বলেছে,পাকিস্তানও এই তালিকায় থাকতে পারে।
রয়টার্স জানিয়েছে, এই উদ্যোগ তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে মার্কিন স্টেট, জাস্টিস এবং হোমল্যান্ড ডিপার্টমেন্ট এবং ডিরেক্টর ফর ন্যাশনাল ইন্টেলিজেন্স অফিস।
এদিকে রয়টার্সের এমন খবর চাউর হওয়ার পর পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, তারা সরকারি চ্যানেলের মাধ্যমে এখন পর্যন্ত কোনও তথ্য পাননি।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ জানান, তারা আনুষ্ঠানিকভাবে কিছু শুনেননি। তিনি বলেছেন, আমরা খবরে দেখেছি কিন্তু সরকারি চ্যানেলের মাধ্যমে কিছু পাইনি এখনো। সরকারিভাবে কিছু পেলেই আমি মন্তব্য করব। সূত্র: ইত্তেফাক