ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলরা বাজার গোপালপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র মিন্টু মোটরসাইকেলের শোরুম থেকে নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা এবং পাশের বিকাশ কুমারের মঞ্জুশ্রী জুয়েলার্স থেকে নগদ অর্থ সোনা ও রুপার গহনাসহ প্রায় ৫’ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গত শনিবার দিনগত রাতে অন্যান্য দিনের মতো কাজ শেষ করে দোকানে তালা দিয়ে বাড়িতে চলে যায়। সকালে দোকানে এসে দেখি উপরের ছাউনি ও লোহার সিলিং কেটে মালামালসহ নগদ অর্থ নিয়ে গেছে চোরচক্র। রাতে বাজার পাহারা ও পাশে পুলিশ ফাঁড়ি থাকার পরেও দুঃসাহসিক চুরির ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশ ও ব্যবসায়ি নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। এদিকে অভিযোগ উঠেছে আগস্টের ৫ তারিখের পর থেকেই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতী হয়েছে। এলাকার বিভিন্ন রাস্তায় ডাকাতি-ছিনতাইয়ের ভয়ে মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে।