ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে চিকিৎসকের ভুল চিকিৎসায় উৎস ভট্টাচার্য্য নামে এক কলেজ ছাত্রের মৃত্যু অভিযোগ উঠেছে।
শুক্রবার (৭ মার্চ) সকালে জেলার কালীগঞ্জ উপজেলার শহরের ইকো ডায়াগনস্টিক ও ফাতেমা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
উৎস ভট্টাচার্য্য উপজেলার রায়গ্রাম এলাকার উজ্জল ভট্টাচার্য্যের ছেলে। তিনি সরকারি মাহতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
তার স্বজনরা জানান, আজ সকালে স্থানীয় ফাতেমা প্রাইভেট হাসপাতালে নাকের পলিপাস অপারেশন করতে যায় কলেজ ছাত্র উৎস ভট্টাচার্য্য। হাসপাতালের চিকিৎসক কাজী রাজিবুল ইসলামের তত্ত্বাবধানে অপারেশন করার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে সকাল ৯টার দিকে উৎস মারা যায়।
এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে আসে নিহত উৎস ভট্টাচার্যের সহপাঠী ও ছাত্র জনতা।
এ সময় তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে হাসপাতালটিতে ভর্তি রোগীদের বের করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের দাবির মুখে প্রশাসন হাসপাতালটি বন্ধ করে দেয়।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম বলেন, লোকমুখে ঘটনাটি শুনেছি। অফিস খুললে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধ ব্যবস্থা গ্রহণ করা হবে।