ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের পাটক্ষেত থেকে এক যুবকের গলাকাটা অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩জুলাই) দুপুরে অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, আড়ুয়াকান্দি গ্রামের জনৈক রবি মিয়ার পাটক্ষেতে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, আড়ুয়াকান্দী গ্রামের মাঠে অজ্ঞাত ব্যক্তির গলা কাটা লাশ পড়ে আছে। এমন খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি।