নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। সোমাবার বিকালে ঝিনাইদহ বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন ঘোষণা করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ। খেলার উদ্বোধন কালে তিনি বলেন, যুবকদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে পারলে তারা মাদক ও সমাজ বিরোধী কর্মকান্ড থেকে নিজেকে রক্ষা করতে পারবে। বিশেষ করে আজকের সমাজে মাদকাসক্ত ও সেলফোনের অপব্যবহার রোধে ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ ভুমিকা পালন করে। তিনি আরও বলেন খেলাধুলায় শরীর চর্চার পাশাপাশি মননশীলতা বৃদ্ধি করে। তাই জাতীয় জীবনে খেলাধুলা খুবই প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, সদর সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার, হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও জেলা তথ্য অফিসার আবু বকর প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। খেলায় ঘোড়শাল ইউনিয়ন পরিষদ একাদশ ও হরিণাকুন্ডুর তাহেরহুদা ইউনিয়ন ফুটবল একাদশ অংশ গ্রহন করে। খেলায় ঘোড়াশাল ইউনিয়ন ৫-০ গোলে তাহেরহুদা ইউনিয়ন পরিষদকে পরাজিত করে উড়ন্ত সুচনা করে।