শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে জন্মাষ্টমি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৬:১৫ অপরাহ্ন
smart

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে মহাবতার শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শুভ জন্মাষ্টমি উৎসব পালন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের মদনমোহন মন্দির থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার মন্দিরে গিয়ে র‌্যালিটি শেষ হয়। এতে সনাতন সম্প্রদায়ের হাজার হাজার মানুষ ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে অংশ গ্রহন করে।
র‌্যালি শুরুর আগে মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথিন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া। এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মৌসুমী সুলতানা, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন শ্রী কৃষ্ণ ছিলেন পরম পুরুষোত্তম ভগবান তিনি কংস কে ধ্বংশের মাধ্যমে সকল অনাচার অধর্মকে বিনষ্ট করে ধর্ম স্থাপন করেন। সকল ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা বোধ থাকতে হবে। ১৯৭১ সালে একটি অসম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জণ করে, সেই চেতনাকে সমুন্নত রেখে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। আমরা তার ব্যতয় ঘটাতে দেবনা, যে কোন মূল্যে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে সকল জাতি ধর্মের সহ অবস্থানের মাধ্যমে একটি স্মার্ট স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host