ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া গুলি বর্ষণ। শিক্ষার্থী ও ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিনসহ বেশ কয়েক জন পুলিশ সদস্যসহ আহত হয়েছে অন্তত ৩০ জন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩ টায় শহরের কেন্দ্রীয় বাসটার্নিমালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পায়রা চত্বরে পৌছে ছাত্রলীগের অফিসসহ বিভিন্ন পোস্টার ভাংচুর করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের বাধা দিলে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড, সর্টগানের শতাধীক রাউন্ড গুলি বর্ষন করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটে শহরের সকল মোড়ে মোড়ে অবস্থান নেয়। বর্তমানে শহর জুড়েই থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ২জনকে আটক করেছে। শহর জুড়ে র্যাবের টহল দিতে দেখা গেছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা শহরে সর্তক অবস্থায় রয়েছে পুলিশ।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।