এন এস বি ডেস্ক: এ বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ তীব্র করেন, তখন বেইজিং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেয়। ওই সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি ব্যক্তিগত চিঠি পাঠান। যদিও বার্তাটি মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশেই দেয়া।সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শি জিনপিংয়ের ওই চিঠি ছিল মূলত চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের আগ্রহ যাচাইয়ের একটি পরীক্ষা। যদিও চিঠিটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হয়েছিল, বার্তাটি দ্রুতই পৌঁছে দেয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। প্রতিবেদনে আরও বলা হয়, ওই চিঠিতে চীনা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র-ভারত সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যা বেইজিংয়ের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়া চীনের প্রেসিডেন্ট চিঠিতে একজন প্রাদেশিক কর্মকর্তার নাম উল্লেখ করেন, যিনি বেইজিংয়ের এই উদ্যোগ পরিচালনা করবেন।