নড়াইলে নাশকতা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- নড়াইল সদর থানার কমলাপুর গ্রামের মো. মশিয়ার মোল্যার ছেলে মো. মিঠুন মোল্যা (২৫), খলিশাখালী গ্রামের মৃত আনসার উদ্দিন ফকিরের ছেলে মো. হাসান ফকির (৫৯), নাকশী গ্রামের মৃত সলেমান শিকদারের ছেলে মো. ইব্রাহিম শিকদার (৪৫), কোমখালী গ্রামের মৃত ফসিয়ার রহমানের ছেলে মো. সলেমান মোল্যা (৪৫), ননীক্ষীর গ্রামের মৃত মতিয়ার রহমান মাসুদের ছেলে মো. আক্তার হোসেন বিল্লাল (৫০), আগদিয়া গ্রামের মৃত হাজী আব্দুল আজিজের ছেলে নাজমুল ইসলাম (৪০), আউড়িয়া গ্রামের মৃত ইউনুস মোল্যার ছেলে মো. ফিরোজ মোল্যা (৪৮), শেখপাড়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে মো. মাকিবুর রহমান (৫৩), শেখহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে মো. মুস্তাাহিদ হোসেন (৩৫), শেখপাড়া গ্রামের মো. জবির মোল্যার ছেলে মো. কুরবান মোল্যা (৪৫)।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতাররা গত বছরের ২৪ ডিসেম্বর নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় সংঘঠিত একটি নাশকতার ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার আসামি। পলাতক থাকায় এতদিন তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। অবস্থান নিশ্চিত হয়ে সোমবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।