বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

জনগন শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে, বিএনপি জামাত করে নাই -শাজাহান খান।

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
Update : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৫:৩৬ অপরাহ্ন

সুজন হোসেন রিফাত রাজৈর প্রতিনিধি মাদারীপুর : বাংলাদেশের জনগন শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে, বিএনপি জামাত ক্ষমতায় অধিষ্ঠিত করে নাই, এমনই এক মন্তব্য করেছেন সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
তিনি আরোও বলেন,  আগামী ডিসেম্বরে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনে তারা বলছে  আমরা (বিএনপি) নির্বাচন করবো না, তারা বিএনপি)বলছে  শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে, এ যেন মামা বাড়ীর আবদার। তিনি বলেন, বাংলাদেশের জনগন যদি শেখ হাসিনাকে সরিয়ে দিতে চায়, তাহলে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না, তারা (বিএনপি) বিদেশীদের উপর ভরসা করে আন্দোলনে  নেমেছে,  বিদেশীদের কেউকি বলেছে  আপনারা কেয়ারটেকার ( তত্বাবধায়ক)  সরকার করেন,  কেউ   একথা বলনি, বরং তারা  বলেছেন সংবিধান অনুযায়ী সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও  জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজলা পরিষদের  আছমত আলী খান অডিটরিয়ামে  উপজেলা পরিষদ আয়োজিত পবিত্র কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গণভোজ  অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের  সভাপতিমণ্ডলীর  সদস্য বীর মুক্তিযাদ্ধা শাজাহান খান এমপি এসব কথা বলেন। তিনি আরাও বলেন , বাংলাদেশের নির্বাচন হয়ে যাবে,  আপনাদের জন্য নির্বাচন অপেক্ষা করে বসে  থাকবে না, আপনারা যতই আশা করেন সব আশায় কি গুড় বালি হবে, আমরা আওয়ামীলীগ এমন সুক্ষ জল নয় যে  ফুঁ দিয় বাতাস উড়িয় দিবেন,  আওয়ামীলীগের শেকর , বঙ্গবন্ধুর শেকর, শেখ হাসিনার শেকর  যত দিন পর্যন্ত  বাংলাদেশের জনগনের সমর্থন রয়েছে  ততদিন পর্যন্ত  সহজে উপর ফেলা যাবে না,  এই শেকর সহজে  উপরে ফেলতে পারবেন  না, আমরা জানি কিছুসংখ্যক বিদেশীরা ষড়যন্ত্র করছে।
  নেতা কর্মীদের আহবান জানিয় তিনি আরাও  বলেন, আমাদের  নেতা কর্মী ভাইয়েরা মনে রাখতে হবে  বিএনপি বলছে আওয়ামীলীগ সরকারকে পদত্যাগ না করিয়ে  তারা ঘর ফিরবে না এবং আগামী নির্বাচন অংশ গ্রহন করবে না, আর আমরা ঘোষনা করতে চাই আমরা আগামী নির্বাচনে শেখ হাসিনাক নির্বাচিত করে এবং প্রধানমন্ত্রী করে  তবেই আমরা করে ঘরে ফিরবো।
এ অনুষ্ঠানে  উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরীর সভাপতিত্বে আরোও  উপস্থিত ছিলেন  রাজৈর উপজেলা আওয়ামী লীগের  আহবায়ক  সাহাবুদ্দিন সাহা. যুগ্ন আহবায় ফরিদা হাসান পল্লবী. সাবেক  মহিলা ভাইস চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সদস্য  লিতা কুদ্দুস. মহিলা আওয়ামী লীগের সভাপতি  নুরুন্নাহার শশী, জেলা পরিষদের সাবেক সদস্য নুরজাহান আক্তার পারুল. উপজেলা আওয়ামী লীগের সদস্য  এস এম জাকির হোসেন ডাবলু. জেলা যুবলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মজিদ রাসেল. উপজেলা যুবলীগের আহবায়ক রেজওয়ানুল হক রিজন, জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক জিহাদুর রহমান সবুজ,  জেলা ছাত্রলীগের সদস্য সুজন হোসেন রিফাত। এছারাও     বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, পৌরসভার কাউন্সিলরসহ  আওয়ামী লীগের অঙ্গ  সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host