রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১৩ পৃথিবীর কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর: শফিকুল আলম কোটচাঁদপুরে নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে এক কাপড় ব্যবসায়ী বিনা অনুমতিতে সুন্দরবনে প্রবেশ, তিন জেলে কারাগারে হরিণাকুণ্ডুতে নিখোঁজের ৫ দিন পর যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার শৈলকুপায় নিখোঁজের দুই দিন পর বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে কোটচাঁদপুরে গরু ও কৃষকের মৃত্যু ঝিনাইদহে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার উপকূলীয় উপজেলা কয়রার স্বাস্থ্যসেবা সংকট নিরসনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে যে বার্তা দিলো ইসি
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১৩

এন এস বি ডেস্ক:
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন

এন এস বি ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজাসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।গ্রেফতাররা হলেন: ১. কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও ৯৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সেক্রেটারি নাহিদা নূর সুইটি (৪৮) ২. মতিঝিল থানা শাখার ছাত্রলীগের  সহ-সভাপতি মিরাজ সিকদার (২৮) ৩. আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. বায়েজিদ (৪৫) ৪. উত্তরা পশ্চিম থানা শ্রমিকলীগ নেতা মহর আলী (৪০) ৫. ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি শেখ ইবনে সাদিক (৩০) ৬. ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বিপ্লব (৫৩) ৭. কোতয়ালি থানা ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নিতাই ঘোষ (৬৫) ৮. আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. শামীম শিকদার (৪০) ৯. বংশাল থানা ৩২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন সুমিত (২৯) ১০. গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা (২৮) ১১. গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. সাকিব কাজী (২৪) ১২. রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. নাদিম শেখ (২২) ১৩. যুবলীগ কর্মী মো. রেজওয়ান হাওলাদার (২৯)। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর থেকে রোববার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানো, ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।ডিএমপি জানায়, শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এর মধ্যে কাফরুল, ফকিরাপুল, কাজীপাড়া, তুরাগ, কাঁটাবন, পরিবাগ, নয়াবাজার, দাড়িপাড়া ও বংশাল এলাকায় একের পর এক অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে দিবাগত রাত থেকে রবিবার সকালে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের আরও চার কর্মীকে গ্রেফতার করা হয়।আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। তারা সম্প্রতি রাজধানীতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। গ্রেফতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host