কাওসার আলম মিঠু মাদারীপুর : মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈড় গ্রামে বসতবাড়ি ঘরে কোন লোক না থাকায় দূর্ধষ এক চুরি সংঘটিত হয়েছে, এসময় ঘরের আলমিরায় গুরুত্বপূর্ণ মালামাল লুটের অভিযোগ উঠেছে দাবি ভুক্তভোগী পরিবারের, তবে স্থানীয় পুলিশ ফাড়ির দাবি ঘটনা অন্যকিছু ঘটতে পারে। জেলার শিবচরের পশ্চিম কাকৈড় গ্রামের হারুন খালাশী দীর্ঘ ধরে থাকেন সৌদি আরব , তার স্ত্রী সপ্না বেগম রয়েছেন জেলা কারাগারে, একমাত্র ছেলে সেও ইতালি প্রবাসী এর ফলে বসতঘর থাকতো তালাবদ্ধ, এই সুযোগে গতকাল গভীর রাতে প্রবাসীর ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোর চক্র, ঘরের ভেরতে থাকা আলমিরা খুলে গুরুত্বপূর্ণ মালামাল লুটের অভিযোগ উঠে এবং এলোমেলো পরে থাকতে দেখা যেছে। এসময় চোর চক্র মালামাল লুট করে পিছনের দরজা খুলে বীরদর্পে পালিয়ে যায়। প্রবাসী হারুনের আপন ভাই ফারুক অভিযোগ করে জানান, রাতে এই চুরির ঘটনা ঘটেছে, সকালে আমি ঘুম থেকে উঠে দেখি ঘরের সদর দরজা খোলা, এখন ঘরের ভেতরে কি মালামাল লুট হয়েছে তা বলতে পারবো না। স্থানীয় বাসিন্দা রাজিব জানান, নিলখী পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে ঘটনাস্থল দেখে গেছেন ও শিবচর থানায় অভিযোগ দায়ের করতে বলেছেন। চুরির বিষয় নিয়ে শিবচরের নিলখী পুলিশ ফাঁড়ির কেউ ক্যামেরার সামনে কথা না বল্লেও তারা জানান শিবচর থানায় অভিযোগ দায়ের করতে।