রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলে বিএনপি নেতাকর্মীদের নয় কেন, প্রশ্ন রিজভীর চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি’র বৈঠক রাজনৈতিক দলে যোগ দেয়ার প্রশ্নে আসিফ যা জানালেন গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটকের দাবি উলিপুরে ক্ষেত মজুর সমিতির ৯ম সম্মেলন দেলোয়ার সভাপতি ও বাপ্পা সাধারণ সম্পাদক মোদির সঙ্গে ফোনালাপ, ভারতের পাশে থাকার বার্তা ট্রাম্পের কাশ্মীরে ‘কমপ্লিট শাটডাউন’, বিক্ষোভ শুরু শৈলকুপায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি কয়রায় ঘেরের মৎস্য ও ফসল লুটপাটকারিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন পিরোজপুরে গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটকের দাবি

এন এস বি ডেস্ক:
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন

এনএস বি ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন, ভারতে অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে অভিযান চালিয়ে তাদের আটক করে গুজরাট পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, গুজরাট রাজ্যের পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ ও অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) এই অভিযান চালায়। অভিযানে গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে ৮৯০ জন ও সুরাট থেকে ১৩৪ জন আটক হয়।আটককৃতদের মধ্যে পুরুষ, নারী ও শিশুরাও রয়েছেন। এই দুই শহরের বিভিন্ন এলাকায় এখনও অভিযান চালানো হচ্ছে। গুজরাটে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের বিরুদ্ধে এটাকে সবচেয়ে বড় অভিযান অভিহিত করে শনিবার (২৬ এপ্রিল) মন্ত্রী সাংভি বলেন, ‘অবৈধ বাংলাদেশিদের আটকে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। আহমেদাবাদ পুলিশ ৮৯০ জন এবং সুরাট পুলিশ ১৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।’

তিনি আরও বলেন, ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে কিছু লোক মাদক ব্যবসা ও মানবপাচারের সঙ্গে জড়িত। তার ভাষ্য, ‘আমরা দেখেছি এর আগে যে চার বাংলাদেশিকে আটক করা হয়েছিল, তাদের মধ্যে দুজন আল-কায়েদার স্লিপার সেল হিসেবে কাজ করছিলেন। এই সব বাংলাদেশির (অনুপ্রবেশকারী) সব কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।’
 
ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত, যার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে দেশ ছাড়তে বলা হয়েছে। তারপর যাতে কোনো পাকিস্তানি নাগরিক থেকে না যায়, প্রতিটা রাজ্যকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি দেশে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে কেন্দ্র সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host