সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শৈলকুপায় দু’পক্ষের বিরোধের জেরে মধ্যরাতে সংঘর্ষ, আহত ২৫ ঝিনাইদহে ভুল চিকিৎসায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার গড়াই নদীতে শুষ্ক মৌসুমেও ভাঙন, স্থায়ী বেড়িবাঁধের দাবি শাবিপ্রবিতে ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রবেশে পাকিস্তানিদের নিষিদ্ধ করছেন? Casinia ️ Offizielle Website von Casino Casinia in der Schweiz চীনের সঙ্গে ‘প্রয়োজনে যুদ্ধ হবে’, ঘোষণা যুক্তরাষ্ট্রের সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে নির্বাচন, অন্যথায় আগামী বছর: প্রধান উপদেষ্টা কয়রায় ৮ কেজি হরিণের মাংস সহ ২ জন গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

গড়াই নদীতে শুষ্ক মৌসুমেও ভাঙন, স্থায়ী বেড়িবাঁধের দাবি

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় শুষ্ক মৌসুমেও গড়াই নদীর ভাঙন দেখা দিয়েছে। কোনো স্থায়ী বেড়িবাঁধ না থাকায় হুমকির মধ্যে পড়েছে বসতভিটাসহ ফসলি জমি। ইতিমধ্যে নদীভাঙনের কবলে পড়েছে উপজেলার বেশকিছু এলাকা। বেড়িবাঁধ দীর্ঘদিন সংস্কার না করায় এর অস্তিত্ব বিলীন হয়ে নদীতে মিশে গেছে, যার ফলে বেশকিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এই শুষ্ক মৌসুমেই দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার । তা না হলে বর্ষা মৌসুমে তীব্র ভাঙন দেখা দিতে পারে বলে মনে করেন ভুক্তভোগীরা। এদিকে বেড়িবাঁধের ব্যাপারে স্থায়ী কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, ঝুঁকিতে আছে সারুটিয়া ইউনিয়নের বড়ুরিয়া, কৃষ্ণনগর, হাকিমপুর ইউনিয়নের মাদলা, খুলুমবাড়িয়া, ধলহরাচন্দ্র ইউনিয়নের কাশিনাথপুর, মাজদিয়া, উলুবাড়িয়া, নতুনভুক্ত মালিথিয়া ও লাঙ্গলবাঁধ বাজার। দীর্ঘদিন ধরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার না হওয়ায় ফাটল ধরে তা নদীর্তে বিলীন হয়ে গেছে। যার ফলে হুমকিতে পড়েছে এসব এলাকার অনেক ঘরবাড়ি ও বিভিন্ন ফসলি জমি। দীর্ঘ ১২ বছর ধরে একে একে গড়াই নদীভাঙনের কবলে পড়ে বদলে গেছে উপজেলার তিন ইউনিয়নের বড় একটি অংশের চিত্র। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বড়ুরিয়া- কৃষ্ণনগর, খুলুমবাড়ি, মাদলা, কাশিনাথপুর ও লাঙ্গলবাঁধ। বেশকিছু জায়গায় বড় বড় ভাঙন দেখা দিয়েছে।

এ বছর বর্ষা আসতে না আসতেই আবার দেখা দিয়েছে গড়াই নদীভাঙনের ভয়াল রূপ। নদীগর্ভে ভিটেমাটি চাষাবাদের জমি ও সহায়সম্বল হারানো গৃহহীনরা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন রুখতে সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

মাদলা গ্রামের জেহের আলী বলেন, শুষ্ক মৌসুমেও গড়াই নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। এখনই কোনো স্থায়ী পদক্ষেপ না নিলে আমাদের বাড়িসহ অনেক বাড়ি ফসলি জমি যে কোন সময় নদীতে বিলীন হতে পারে। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। সহায়সম্বল হারানো বড়ুলিয়া গ্রামের মনিরুল ইসলাম বলেন, এবার শুষ্ক মৌসুমে ভাঙন শুরু হয়েছে। প্রতিবছর কিছু জিও ব্যাগ ফেলা হয় নদীতে, তবে তা কাজে আসছে না। আমরা স্থায়ী বাধ নির্মাণের মাধ্যমে এর স্থায়ী সমাধান চাই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা পাউবো নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা পাউবো নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, আমরা গড়াই নদী নিয়ে কাজ করছি। আমি অতি দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host