Oplus_131072
খুলনা ব্যুরো।। খুলনা দীঘলিয়ায় যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার রাকিব মাহমুদ খাঁন, (ই), বিপিএম-সেবা, বিএন এবং ওসি দিঘলিয়া থানা, এইচ এম শাহীন এর নেতৃত্বে দেয়াড়া পূর্ব পাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম মোঃ আমিরুল শেখ(৩৫), পিতাঃ খালেক শেখ, মাতাঃ রাহেলা খাতুন, গ্রামঃ দেয়াড়া পূর্ব পাড়া ০৪ নং ওয়ার্ড, থানা+পোস্টঃ দিঘলিয়া কে ০৪ রাউন্ড কার্তুজ এবং ০১টি দেশীয় অস্ত্রসহ নিজ বাড়ি হতে আটক করা হয়। অতঃপর আটককৃত ব্যাক্তি এবং উদ্ধারকৃত মালামালসহ দিঘলিয়া থানায় নিয়ে আসা হয়।
বর্তমানে দিঘলিয়া থানা পুলিশ কর্তৃক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। আসামীর বিরুদ্ধ পূর্বের ০১টি মাদক মামলা রয়েছে।