কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এদিকে ধর্ষনের ঘটনায় ভূক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার পশ্চিম কালুডাঙ্গা এলাকায়। বর্তমানে ওই স্কুল ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার পুটিমারি কাজলডাঙ্গা এলাকার আব্দুল মালেকের ছেলে বায়জিদ ইসলাম বিজু (২২) বোনের শ্বশুর বাড়ি উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা এলাকায় থাকেন। প্রতিবেশি ওই স্কুল ছাত্রী (১৪) বিদ্যালয়ে যাওয়া আসার সময় প্রায় দিন বিজু তাকে প্রেমের প্রস্তাবসহ-কু প্রস্তাব দিয়ে আসত। এ ঘটনায় অতিষ্ট হয়ে ওই ছাত্রী বিষয়টি তার মাকে অবগত করেন। পরবর্তীতে শিক্ষার্থীর মা ঘটনাটি বিজুর বোনকে জানায়। এরপর থেকে বিজু আরও উৎশৃঙ্খল হয়ে উঠে।
গত মঙ্গলবার (২৫ মার্চ) রাত দশটার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বিজু তাকে মুখ চেপে ধরে পাশ্ববর্তী বাঁশঝাঁড়ে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষন করেন। এ সময় স্কুল ছাত্রীর আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে বিজু পালিয়ে যায়। পরবর্তীতে স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে ধর্ষনের ঘটনায় বায়জিদ ইসলাম বিজুকে প্রধান আসামি করে বুধবার (২৬ মার্চ) থানায় অভিযোগ করেন ওই শিক্ষার্থীর পিতা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় ওই স্কুল ছাত্রীর সাথে। এ সময় তিনি কান্নাজড়িত কন্ঠে বিজু মিয়ার শাস্তি দাবী করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানান, ওই স্কুল ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে সুস্থ আছে। ডাক্তারী পরীক্ষা সম্পূর্ণ করার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।