ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তৈলকুপী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হাসান আলী (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত হাসান আলী ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, কালীগঞ্জের সরকারী মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের ছাত্র হাসান আলী রাতে বাড়ির পাশের জমিতে থাকা সেচ পাম্পের মোটর চালু করতে যায়। সেসময় বিদ্যুতায়িত হয়ে সেখানে পড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।