বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কাছাকাছি -এনামুল হক টগর

এনামুল হক টগর
Update : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৮:০৫ অপরাহ্ন

কাছাকাছি
এনামুল হক টগর
কতো নদী কতো সাগর কতো পাহাড় কতো পর্বত পেরিয়ে সুদূর-
কতো মরুভূমি,কতো গ্রাম, কতো নগরের স্মৃতি ভালোবাসা দীপ্তকর।
কতো সবুজ সোনালী ফসলের মাঠ দিগন্ত জুড়ে নীল আকাশ।
নীলিমার প্রেম সৌন্দর্যভরা প্রাণের রহস্যে জীবনের প্রিয়তমা বিশ্বাস।
তাকে খুঁজতে গিয়ে পুরাতন ইতিহাসের কাছাকাছি এসে দেখি নিঃস্ব।
সমুদ্র সৈকতে বিভ্রান্তির খেলায় কতো প্রতারণা অবিশ্বাস।
তুমি নেই তুমি নেই শুধু বিরহ বিচ্ছেদের ভালোবাসা আকুতি মিনতি অসহায়।
ছলনার কলা কৌশলে প্রেমের যন্ত্রণাগুলো আজো কাঁদে ব্যথিত নিয়তির পরিচয়।
সেই কবে তুমি মনের গভীরে আগুন জ্বালিয়ে চলে গেছো বেদনার স্মৃতি!
এক মিথ্যা ভালোবাসার মোহ ও মায়ায় শুধু তোমার আমিত্ব অহংকার বিরতি।
অবিশ্বাসের ক্ষত বিক্ষত জ্বালায় প্রেমের প্রতি অবহেলা বেদনা আকতি।
তুমিহীন আমাদের সেই পুরাতন বালুকাবেলার প্রেম ও প্রীতি,
আজো কাঁদে বিপন্ন বিষণ্ণ ধূঁ-ধূঁ রিক্ত জীবনের ইতিহাস গতি!
একদিন বিদগ্ধ ভালোবাসায় যুগল হাত ধরে আমরা দুজন ছিলাম এখানে চঞ্চল!
সমুদ্র সৈকতের বুকে কতো আনন্দ কতো কোলাহল,
আমাদের নাম দুটি লিখতাম সংসার বন্ধন সরল।
সেই শিরোনাম দুটি আজ মুছে গেছে কঠিন ঝড় ও তুফানে বিসর্জন।
প্রবল বর্ষার ঢেউয়ে ঢেউয়ে বিধ্বস্ত সেই ছোট খেলা ঘরটি আজ অসহায় মলিন।
বহু দিন বহু যুগ পরে তোমার আমার স্মৃতিগুলো বুকে নিয়ে করুন যন্ত্রণায়,
সমুদ্র সৈকতের কাছাকাছি এসেছি পুনরায় তোমাকে আহ্বান প্রিয়,
দৃঢ় দীপ্ত বিপ্লবী জীবনে সাম্য সৈনিক আমি প্রেমের পথে দক্ষ কাণ্ডারী।
আজন্ম যুদ্ধ বিধ্বস্ত রক্তাক্ত শরীরে পরিশুদ্ধ প্রেমে আমার দিওয়ানা দীপ্তকর!
দেশপ্রেমে অতন্দ্র কর্মজীবী আমি গ্ৰাম ও নগরের বুকে সুষম বণ্টন শান্তির!
মানবতার অধিকারে প্রতিবাদ প্রতিরোধ করি রাজপথে জনপদে শ্লোগান প্রশান্তির।
নির্মম ভয়ানক পথে পথে আমি হেঁটে যাই যুদ্ধ করি শ্রমজীবী কর্মে আবিষ্কার।
অসংখ্য ধ্বংসস্তুপ আর রক্তাক্ত রণাঙ্গন পেরিয়ে আমি সুদূর বহুদূর-
মানুষের সেবা করি অভাবমুক্ত জীবনের স্বনির্ভর দীর্ঘ সংস্কার।
মানবতার চেতনায় তোমাকে খুঁজি আর দেখি নির্দিষ্ট গন্তব্যে বিদীর্ণ হাহাকার।
তুমি নেই তুমি নেই আমি শুধু একা দুঃখ কষ্ট ভরা প্রাণের বেদনা ভাঙা সংসার।
কতো যাতনা কতো প্রতারণা কতো অবিশ্বাস তোমার ভালোবাসায় মরিচীকা!
হারানো প্রেম ও ইতিহাসগুলো আজ বিলাপ করে বিষাদে জীবন ক্লান্ত নির্বাক।
প্রেমহীন অনুতাপ ও পরিতাপে ক্ষয়ে ক্ষয়ে জীবনের সময়গুলো এখন অসহায়।
সাগর কুলে সেই চেতনাগুলো আজো কেঁদে ফিরে ব্যর্থ জীবন নিরুপায়।
কোন অচিন বাউল এক তারা হাতে এখনো সৈকতে গান করে ভালোবাসার পরিচয়।
কোন বিপ্লবী কবি এখনো সুমদ্রে কবিতা লেখে বিদ্রোহ সংস্কার ভাবনায়।
কোন সুজন রাখাল এখনো জাহাজে বাঁশি বাজায় সুর তোলে খোঁজে আপন ঠিকানা।
হয়তো তোমার চলমান রোমান্টিক জীবন এখন রঙ্গিন অন্ধকারে ব্যস্ত সারাক্ষণ।
হয়তো তুমি ভুলেই গেছো এই সমুদ্র ও এই সৈকতে ফিরে আসার প্রতিশ্রুতি স্মরণ!
সেই স্নেহভরা দিন সেই মমতাভরা রাত সেই প্রেমভরা স্মৃতিগুলো এখনো জীবন্ত নিপুণ!
শুধু তুমিহারা এই জীবন বিষে জর্জর বেদনায় বিক্ষোত মলিন ক্রন্দন।
তুমি কি জানো হে প্রাচীন প্রিয়তমা হে সময়ের বন্ধু অর্জন ছাড়া জীবন দীনহীন?
আমি এখনো বিপ্লবী বীর আমি এখন আর তোমার জন্য প্রতিক্ষা করি না শুধু ঘৃণা।
তোমার কাছে প্রতিশ্রুতি দেওয়ার কারণেই পুনরায় ফিরে আসা আমার সমুদ্র সৈকতে,
ভেবেছিলাম আঁধারের গভীরে নতুন আলো চেতনা দেবে প্রেমের বন্ধন প্রীতি!
অবিশ্বাসের গভীরেই জ্বলে উঠবে পরিশুদ্ধ আলোর জ্যোতি প্রেম বিশ্বাস!
আকল্যাণের গভীরেই জেগে উঠবে নতুন কল্যাণ সেবা সভ্যতা পুষ্প নন্দন।
কিন্তু এখানে এসে দেখি তুমি নেই তুমি নেই চেতনাগুলো বিধ্বস্ত সময় বৃথা বিপন্ন।
তুমি হয়তো জানো আমি এখনো আগের মতোই কথা রক্ষা করি যথাযথ প্রতিশ্রুতি।
যে ভাবে অতীতে সেই সোনালী দিনে তোমাকে কথা দিয়ে কথা রাখতাম প্রীতি।
সূর্যকিরণ পূর্বাভাস প্রভাতে তোমার জন্য নতুন ফুল এনে দিতাম সৌন্দর্যে প্রগতি।
ভালোবাসার এক নিগূঢ় বিশ্বাস বিদগ্ধ প্রেমের চেতনায় জীবন দীপ্ত,
কর্মজীবী রাখাল আমি মাঠে মাঠে আবাদ করি কৃষাণ শস্য।
চলমান সময়ে দক্ষ বিজ্ঞানী আমি এক প্রকৌশলী সংস্কার অশ্বাস।
প্রতিনিয়ত অভাব অনাহারের বিরুদ্ধে আমি যুদ্ধ করি সভ্যতা পরিবর্তনশীল।
আমি কখনো নতুন ফসলের গবেষণা করি প্রাণশক্তির রসদ সামগ্রী প্রগতিশীল।
শুধু ভালোবাসার স্মৃতি ও মধুময় প্রেমের অভিজ্ঞতাই জীবনের ইতিহাস নির্ণয়!
তোমার প্রতি ছিল আমার প্রাণের বিশ্বাস অনাগত ভালোবাসার চৈতন্যে পরিচয়।
তোমার প্রেমে আমি ছিলাম বিপ্লবী বীর মানবতার বিদগ্ধ আলো জ্যোতির্ময়।
কিন্তু তুমি এখন সব ভুলে গিয়ে ওই নগরের উঁচু-বিত্তশালায়!
মদের উৎসবে দিওয়ানা এক রূপসীনি মাতাল মোহ ও লোভের ভোগ লালসায়।
আমি এখন এই আধুনিক আবাদের খামারে নব নব ফসল ফলাই বৈচিত্র্যময়।
নগরের কারখানায় নতুন নতুন পণ্য আবিষ্কার করি গবেষণা চিকিৎসায়।
সময়ের প্রয়োজনে উপাদানগুলো পৌঁছে দেই গ্রাম নগর ও মানুষের সেবায়।
শোন হে আর্দশহীন প্রিয়তমা আমি এখনো তোমাকেই ভালোবাসি,
ঠিক আগের মতোই নিপুণ অভিজ্ঞতায় অবিস্মরণীয় ফুলের গন্ধে গন্ধে অশেষ।
কিন্তু তোরার প্রতিশ্রুতি ভঙ্গ ও অবিশ্বাসের ছলনাগুলো ঘৃণা জাগায় সর্বশেষ।
তুমি না আসলেও আমি কিন্তু এসেছি এই স্মৃতময় সাগর সৈকতে ইতিহাসের দ্বীপ!
তুমি ছাড়া আমি একা একা ফিরে যাবো বেদনা ব্যথা বুকে নিয়ে বিপুল আক্ষেপ।
দীর্ঘ বিপ্লবী জীবনের আর্দশ ও মানবতার নির্মাণে ভরা নতুন ঠিকানায়।
সেখানে গিয়েও আমি তৈরি করবো সময়ের আধুনিক পণ্য স্বনির্ভর সঞ্চয়!
চাহিদার নতুন নতুন সেবা দেবো কল্যাণ ভালোবাসা দেবো মানবতার চেতনা উদয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host