কয়রা(খুলনা) প্রতিনিধি : কয়রা থানার পুলিশ অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ৮ কেজি হরিণের মাংসসহ ২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আমাদী ইউনিয়নের হলুূদ বুনিয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের ছেলে প্রভাষ মন্ডল ও অসিত কুমার সানার ছেলে দেবদাশ সানা। পুলিশ সুত্রে জান গেছ,, থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ৬ মার্চ অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা কালে কয়রা থানার আমাদী ইউনিয়নের হদুবুনিয়া গ্রামের প্রভাশ মন্ডল এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে গ্রফতার করা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক জানান, গ্রেফতার ২ জনের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধােন আইন মামলা হয়েছে।