এস,এম, এ রউফ কয়রা(খুলনা)ঃ কয়রায় ক্লাইমেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদনের উপর প্রশিক্ষন গ্রহন করছেন ২০ জন নারী সদস্য। অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় আমাল ফাউন্ডেশন এই প্রশিক্ষনের আয়োজন করে। বস্তার উপর বিভিন্ন প্রজাতির শাক সবজি উৎপাদনের বিষয়ে হাতে কলমে এই প্রশিক্ষনে প্রথম পর্যায়ে কয়রা সদরের ২০ জন নারী সদস্যরা অংশ গ্রহন করেন। পর্যায়ক্রমে ৬০ জন নারী সদস্যদেরকে এ প্রশিক্ষন দেওয়া হবে। গতকাল ১৯ আগস্ট বিকাল ৪ টায় আমাল ফাউন্ডেশনের কয়রা অফিসে এই প্রশিক্ষনে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সুব্রত কুমার সরকার ও সহকারি উদ্ভীদ সংরক্ষণ অফিসার এস এম নজরুল ইসলাম।
প্রশিক্ষনে সার্বিক দায়িত্ব পালন করেন আমাল উন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম ও এসপেস ম্যানেজার আজিজুল হক। এ সময় বক্তব্য রাখেন মদিনাবাদ দাখিল মাদ্রাসার (ভাপ্রাপ্ত) সুপার মোঃ শাহাদাত হোসেন,হাফিজুর রহমান, মরিয়াম খাতুন প্রমুখ। প্রশিক্ষনে অংশ গ্রহনকারী নারী সদস্য মুসলিমা খাতুন বলেন, প্রশিক্ষন গ্রহন করে এই জনপদের প্রান্তিক নারীরা ভারটিকাল বাগানের মতো স্মার্ট কৃষি কাজে উৎসাহিত হয়ে বিকল্প আয়ের উৎস্য তৈরি করতে পারবে।