কয়রা(খুলনা)প্রতিনিধিঃ উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় শিক্ষার মানোন্নয়নে ও শিশুদের আনন্দ উৎসব মনোমুগ্ধকর পরিবেশে বেড়ে উঠা এবং সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষে শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উত্তর বেদকাশী ইউনিয়নের কাঠমারচর সরকারী প্রাথমিক বিদ্যলয়ের মাঠে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় আলোকিত করি ইয়ুথ ভলেন্টিয়ারের বাস্তবায়নে এ মেলা অনুষ্ঠিত হয়। আলোকিত করি’র প্রজেক্ট অফিসার মোঃ আয়ুব হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাঠমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কযরা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান, আলোকিত করি’র প্রজেক্ট অফিসার ইমরান হোসেন, ইয়ুথ ভলেন্টিয়ার আমিনুর ইসলাম, শুভ, সিয়াম,বাদল, নাহিদ হাসান,সংগ্রাম,সেলিম রেজা, প্রমুখ। এ সময় বক্তারা বলেন আমাদের শিশুরাই আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে ভবিষ্যতে। তাই এখন থেকে যদি তারা সুন্দর স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে না পারে তবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবে না। বক্তারা শিশুদের প্রতি অভিভাবক ও আমাদের সকলকে আরো বেশি মানবিক হওয়ার আহবান জানান। এ ছাড়া এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করাই ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আলোচনা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী মেলায় আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।