বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কয়রায় যুব দিবসে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের তোপের মুখে যুব উন্নয়ন কর্মকর্তা

এস,এম,এ রউফ কয়রা(খুলনা)প্রতিনিধি
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৭:০৫ অপরাহ্ন

এস,এম এ রউফ কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় জাতীয় যুব দিবসে শপথ বাক্য পাঠ করানোর সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের তোপের মুখে পড়েন কয়রার যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ।
শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে র‍্যালি উত্তর আলোচনা সভায় এই ঘটেনা ঘটে।
জানা গেছে, “দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কয়রা উপজেলা যুব অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় শপথ বাক্য পাঠ করার জন্য যুব উন্নয়ন কর্মকর্তা মাইক্রোফোন ধরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা প্রতিনিধি গোলাম রাব্বানী এর বিরোধীতা করেন।এসময় তিনি যুব উন্নয়ন কর্মকর্তার উদ্দেশ্যে বলেন গত ৪ আগষ্ট  আপনি আপনার নিজস্ব ফেসবুক টাইমলাইনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছেন। ফেসবুকের টাইম লাইনে” জনে জনে খবর দে,এক দফারে কবর দে” এবং “রাতের মধ্যেই সমন্বয়করা ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, ওদের যেতে দিবেন না। অনেক হিসাব বাকি আছে।” এ সমস্ত পোস্ট দেন।আপনি সরাসরি ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতা করেছেন। ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করেছেন।আপনি আজ শপথ বাক্য পড়াতে পারবেন না।এসময় মিলনায়তনে উপস্থিত লোকজন আলোচনা সভায়  উপস্থিত বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বক্সকে শপথ বাক্য পাঠ করতে বলেন এবং তিনি শপথ বাক্য পাঠ করান।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কয়রা উপজেলা কমান্ডের আহবায়ক জি এম মাওলা বক্স,কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোশারফ হোসেন রাতুল,কয়রা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সামিউল হক।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা ছাত্র প্রতিনিধি গোলাম রাব্বানী বলেন,কয়রার যুব উন্নয়ন কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরোধীতা করেছেন। এবং আন্দোলনকে প্রতিহত করার জন্য কয়রা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় নিবন্ধিত যুব সংঘঠনের যুবকদের নিয়ে মিটিং করেছেন। আজ যুব দিবসে তিনি শপথ বাক্য পাঠ করালে শহীদদের সাথে বেইমানী করা হবে।এজন্য শপথ বাক্য পাঠের সময় বিরোধীতা করেছি।
ঘটনার সত্যতা স্বীকার করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কয়রা উপজেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বক্স বলেন, বিগত স্বৈরাচার সরকারের দোসরা এখন ও বিভিন্ন দপ্তরে সক্রিয় রয়েছে।যুব উন্নয়ন কর্মকর্তা বিগত সময়ে ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন ভাবে বিরোধীতা করেছেন।তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলার প্রতিনিধি গোলাম রব্বানী এসব কর্মকাণ্ড তুলে ধরে প্রতিবাদ করেন এবং শপথ বাক্য পাঠ করাতে বাঁধা দেন। পরবর্তীতে সভায় উপস্থিত লোকজনের সম্মতিক্রমে আমি শপথ বাক্য পাঠ করিয়েছিলাম।
এ বিষয়ে জানতে চাইলে যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী আমাকে শপথ বাক্য পাঠ করাতে বাঁধা দিলে বীর মুক্তিযোদ্ধা মাওলা বক্স শপথ বাক্য পাঠ করান।তবে ছাত্র আন্দোলনের সময় বিরোধীতা করে ফেসবুক পোস্ট ও বিভিন্ন প্রশিক্ষণের সম্মানী আত্মসাতের ব্যাপারে কোন কথা বলতে রাজি হয়নি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও কয়রা উপজেলা নিবার্হী অফিসার রুলী বিশ্বাস  বলেন , অনুষ্ঠান চলাকালীন সময়ে আমার ব্যক্তিগত সমস্যার কারণে বক্তব্য শেষে চলে আসি‌।বিষয়টি আমার জানা নেই,আমি খোঁজ খবর নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host