কয়রা (খুলনা) থেকে: দীর্ঘ শিক্ষকতা জীবনের সফল পরিসমাপ্তি ঘটিয়েছেন খুলনার কয়রা সদর ইউনিয়নের ৬৮ নং পল্লী মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক। তাঁর অবসর উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাঁর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল খালেক শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন প্রকৃত শিক্ষাগুরু। সুদীর্ঘকাল ধরে তিনি নিজ মেধা, প্রজ্ঞা ও নিরলস পরিশ্রমে এই অঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি তিনি তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিদায়ী বক্তব্যে আব্দুল খালেক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক এসএমসি সভাপতি মাওলানা রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জি এম লোকমান হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে মদিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি শহীদ সরোয়ার, সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. রুহুল কুদ্দুস, প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, লুৎফর রহমান, অমল কৃষ্ণ বাইন, শাহ আলম, মিনাক্ষী রায়, সুফিয়া পারভীন, খালেদা পারভীন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এস এম নুরুল আমিন নাহিনসহ স্থানীয় শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে, আব্দুল খালেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।