রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কয়রায় দুর্বৃ‌ত্তের আগু‌নে দোকান পু‌ড়ে ছাই

এস,এম এ রউফ,কয়রা,খুলনা প্রতিনিধি
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৫:২৯ অপরাহ্ন

কয়রা(খুলনা)প্রতি‌নি‌ধিঃ খুলনার কয়রা উপ‌জেলার এক‌টি খুচরা সার ও কীটনাশক বি‌ক্রয় কেন্দ্র আগু‌নে পু‌ড়ে ভ‌স্মীভূত হ‌য়ে‌ছে। সোমবার দিবাগত রাত ১টার দি‌কে মহারাজপুর ইউনিয়‌নের দেয়াড়া গ্রামস্থ মেসার্স সিয়াম ষ্টোর আগু‌নে পু‌ড়ে নিশ্চিহ্ন হ‌য়ে যায়। দুর্বৃত্তরা আগুন দি‌য়ে পু‌ড়ি‌য়ে দিয়েছে ব‌লে দা‌বি ক‌রেন স্বত্বা‌ধিকারী আব্দুল মান্নান সানা। এ বিষ‌য়ে কয়রা থানায় এক‌টি জি‌ডি করা হ‌য়ে‌ছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক যুগ ধ‌রে উপ‌জেলার দেয়াড়া বাজার মো‌ড়ে সুনা‌মের সা‌থে সার ও কীটনাশ‌কের পাশাপা‌শি মা‌ছের খাবা‌রের ব‌্যবসা ক‌রে আস‌ছে স্থানীয় ইউপি সদস‌্য আব্দুল মান্নান সানা। তার ব‌্যবসা দেখাশুনা ক‌রেন তার পিতা মাহবুল আলম সানা। সোমবার (২৫ ন‌ভেম্বর) মধ‌্যরা‌তে দোকান‌টি‌তে আকস্মীক  আগুন জ্বল‌তে দে‌খে এলাকাবা‌সি ইউপি সদস্যকে ফোন করেন এবং ায়ার সা‌র্ভিস‌কে অবগত ক‌রেন। পরবর্তী‌তে ফায়ার সা‌র্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ত‌বে তারই ম‌ধ্যে দোকা‌ন ঘরসহ সকল পণ‌্য পু‌ড়ে ছাই হ‌য়ে যায়। স্থানীয় ইউপি সদস‌্য ও দোকা‌নের স্বত্বা‌ধিকারী আব্দুল মান্নান ব‌লেন, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আমা‌দের দোকা‌ন আগুন ‌দি‌য়ে পু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে। আমা‌দের ‌দোকানসহ সব সার, কীটনাশক ও আসবাবপত্র পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে। বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রও পু‌ড়ে গে‌ছে। এতে আনুমা‌নিক ৪ থে‌কে ৫ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে। কয়রা উপ‌জেলা ফায়ার সা‌র্ভিস স্টেশ‌নের টিম লিডার আব্দুস স‌ালাম জানান, খবর পে‌য়ে আমরা ঘটনাস্থ‌লে গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনি। সা‌র বি‌ক্রেতার দোকা‌নের সব পু‌ড়ে গে‌লেও পাশ্ববর্তী দোকানগু‌লোতে আগুন লাগ‌তে পারেনি। প্রায় ৪ লক্ষ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌য়ে‌ছে। তবে আগুন লাগার কারণ জানা যায়‌নি। কয়রা থানার অ‌ফিসার ইনচার্জ জিএম ইমদাদুল ইসলাম ব‌লেন, এ ব্যাপারে দোকানের মালিক আঃ মান্নান থানায় সাধারণ ডায়েরী করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host