কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপকুলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরন শীর্ষক প্রকল্প ইউএনডিপি (জিসিএ) প্রকল্পের সহযোগিতায় ও সিএনআরএস এই গ্রামীন নারী দিবস পালন করে। গতকাল ১৮ অক্টোবর সকাল ১০ টায় এ উপলক্ষ্যে র্যালী শেষে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের ফোকাল পারর্সন শামীম আহম্মেদ।এতে বক্তব্য রাখেন কপোতক্ষ কলেজের প্রভাষক চন্দন কুমার মন্ডল, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, প্রকল্পের কয়রার প্রকল্প ব্যবস্থাপক সরোয়ার হোসেন, ইউএনডিপির লাইভলিহুড অফিসার শহিদ হোসেন, উপজেলা মহিলা অফিসের মোঃ আবু সাঈদ, নারী জীবিকায়ন দলের সভাপতি ইসমাতারা খাতুন,উপকারভোগী সদস্য মমতা বৈরাগী, সার ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম,কিশোর প্রতিনিধি নুসরাত সুলতানা প্রমুখ। অনূষ্ঠানে গ্রামীন নারীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন। আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।