কয়রা(খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা গ্ৰামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ২ টি বসত ঘর ও ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। আগুনে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে কালনা গ্ৰামের মৃত্যু নুর ইসলাম গাজীর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্রুত তা অন্য ঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট আসার আগেই ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। জানা গেছে, গত দু বছর আগে দিন মজুর নুর ইসলাম অন্যের কৃষি জমিতে সার ছিটানো অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর তিন সন্তানের জননী বিধবা শাহানারা অতি কষ্টে দিনাতিপাত করতে থাকে। সাহানারা জানান তার দুই ছেলে স্কুলে লেখা পড়ার পাশাপাশি স্থানীয় বেকারী থেকে মালামাল কিনে দোকানে দোকানে বিক্রি করে সংসার চালাতো। সেই ব্যবসার পুঁজি সহ ঘরে থাকা আসবাব পত্র ব্যবহৃত গহনাসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিক কিছু নগদ অর্থ প্রদান এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।