বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষা সারথি যুধিষ্ঠির চন্দ্র সরকার এর বিদায়

কাওসার আলম মিঠু, স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ৪:২৯ অপরাহ্ন

মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু ঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ  মিলনায়তনে আয়োজিত শিক্ষা সারথি যুধিষ্ঠির চন্দ্র সরকার এর বিদায় উপলক্ষে কুসুমিত শ্রদ্ধা এবং  আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। সভায়  সভাপতিত্বকরেন  কলেজ গভর্নিং বডি র  সভাপতি বিশিষ্ট  সমাজসেবক ও নারিনেএী  সাবেকনৌ পরিবহন মন্ত্রী র সহধর্মিণী  সৈয়দা রোকেয়া  শাজাহান।  সভায় উদযাপন  কমিটির  যুগ্ম আহবায়ক  প্রফেসর কাওসার আলম মিঠু র সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কলেজ গভর্নিং বডি র  সদস্য ও  কবিরাজপুর ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব  মোঃ টিপু সুলতান  মাতুব্বর, কলেজ গভর্নিং বডি র সদস্য ও কবিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ  আবদুল  সালাম  মাতুব্বর, শিক্ষক নেতা অধ্যাপক সুশান্ত দত্ত, জাহিদ হাসান, উজ্জ্বল কুমার মন্ডল, বিভূতি ভুষন বাডৈ সহ কলেজের  শিক্ষার্থীদের মধ্যে  বক্তব্য রাখেন  জামিলা খন্দকার, আসাফো নেতা মর্নিং ব্লুবার্ড কিন্ডারগার্টেন স্কুলে র অধ্যক্ষ মোঃ রাব্বি  মিয়া প্রমুখ।  বিদায়ী  কলেজ শিক্ষক বাবু যুধিষ্ঠির চন্দ্র সরকার  কে ক্রেষ্ট,  মানপত্র,  উত্তরীয় পরিয়ে  দেন  সৈয়দা  রোকেয়া শাজাহান। কলেজ শিক্ষকদের পক্ষ থেকে কমপ্লিট  সু্্যট, ধর্মগ্রন্হ গিতা এবং  ছাত্র ছাত্রী দেরপক্ষ থেকে  উপহার সামগ্রী  প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host