মোঃ হৃদয় হোসেন, প্রতিনিধি : উন্নত, সুন্দর এবং সাফল্যমন্ডিত জীবন একজন ব্যক্তির কাছে অনেক আকাক্সিক্ষত বিষয়। প্রতিটি ব্যক্তিই তার জীবনটাকে সুন্দর, উন্নত এবং সাফল্যমন্ডিত দেখতে চায়। কেউ এমন প্রত্যাশিত জীবন গঠন করে, কেউ গঠন করতে পারে না। এমন জীবন গঠনের জন্য ব্যক্তির জীবনে বিনয়, নম্রতা ও সততার উপস্থিতি প্রয়োজন যার সব টুকুই আছে এডভোকেট মনজুরুল আলম সুজনের মাঝে ।
মনজুরুল আলম সুজন বলেন, আমি যে সাফল্য অর্জনের পেছনে ছুটে চলতে গিয়ে আমার ঘাম, শ্রম, পরিশ্রম ঢেলে দিচ্ছি, সেই পথ চলায় যদি আমি বিনয়, নম্রতা ও সততাকে ধারণ না করি তাহলে আমার অর্জিত সাফল্য হবে ঐ বৃক্ষের ন্যায় যেই বৃক্ষে তার ডাল-পালার চেয়ে আগাছাই শক্তিশালী।
এডভোকেট মনজুরুল আলম সুজন ঝিনাইদহ জেলার কৃতি সন্তান, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ০২-০৩ সেশনের সাবেক মেধাবী ছাত্র, রাষ্ট্রের Deputy Attorney General (DAG) মনজুরুল আলম সুজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন।