দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মাননীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ভাবাদর্শে দৃষ্ট অধ্যাপকবৃন্দদের দেওয়া অর্থ মূল্যের সাহায্য উত্তরবঙ্গে বন্যা- দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন অধ্যাপক বন্ধুরা ।আজ অধ্যাপক মহীতোষ গায়েন ও অধ্যাপক মনোজিৎ মন্ডলের নেতৃত্বে আর যে সব অধ্যাপক সঙ্গে ছিলেন তাদের মধ্যে অন্যতম সৌরভ হালদার,
শামিনূর রহমান,লোকেশ মন্ডল,সন্তু বাগ, ইন্দ্রজিৎ হালদার, গুরু প্রসাদ দাস প্রমুখ, উত্তরবঙ্গের তিনটে জায়গা; জ্যোতির্ময় কলোনী, ওয়ার্ড নাম্বার ৩২(শিলিগুড়ি), ভাঙা পুল, মাটিগাড়া,প্রমোদনগর এসএসকে, মাটিগাড়া,রাধারঞ্জন প্রাথমিক বিদ্যালয়, আঠারোখাই অঞ্চলে পাঁচশো মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌছে দিয়ে তৃণমূল কংগ্রেস পরিবারের অংশ হিসেবে উত্তরবঙ্গের বন্যা কবলিতদের পাশে সবসময় আছি এবং থাকবো সেই বার্তা সাধ্যমতো দলের সৈনিক হিসেবে তারা পৌঁছে দেয় উত্তরবঙ্গে দুর্গত মানুষদের কাছে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কাজে সঙ্গে ছিলেন দার্জিলিং পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস চ্যাটার্জি,যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ব্রত মুখোটি, স্থানীয় পঞ্চায়েত প্রধান, মালদা ব্লক তৃণমূল সভাপতি সুদীপ্ত রায় প্রমুখ,এই কাজে সর্বোতভাবে সাহায্য করেন শিলিগুড়ির মেয়র ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।