সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে ইরান। শব্দের চেয়ে দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত পরীক্ষা চলছে বলে দাবি করেছে দেশটি।
লোহিত সাগরে তিন হাজার মার্কিন সেনা পাঠানোর জেরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ওয়াশিংটন বলছে, নৌপথে বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে হয়রানি ও আটক বন্ধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। এতে করে আঞ্চলিক উত্তেজনা কমবে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন।
এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে শত্রুপক্ষের যেকোনো হামলার জবাব দিতে অল্প সময় ব্যয় হবে বলে দাবি ইরানের।